হায়দরাবাদ টেস্টে ভারতের দ্বিতীয় ইনিংসের শুরুতেই জোড়া আঘাত হানলেন পেস সেনসেশন তাসকিন আহমেদ। তার বলে প্যাভিলিয়নে ফিরেছেন প্রথম ইনিংসে সেঞ্চুরিয়ান মুরালি বিজয় ও রান না পাওয়া লোকেশ রাহুল।
দ্বিতীয় ইনিংসের প্রথম স্পেলে তাসকিনের দ্বিতীয় ও তৃতীয় ওভারে নেয়া উইকেট দু’টি তালুবন্দি করেন উইকেটরক্ষক মুশফিকুর রহিম।
ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে ৩৮৮ রানে শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস। ২৯৯ রানের লিড নিয়ে ব্যাটিংয়ে নামে ভারত।
৬ উইকেটে ৩২২ রান নিয়ে রোববার খেলতে নামে বাংলাদেশ। মুশফিক ৮১ ও মিরাজ ৫১ রান নিয়ে শুরু করেন চতুর্থ দিনের খেলা। তবে শুরুতেই ভুবনেশ্বর কুমারের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন মিরাজ। মিরাজের কিছুক্ষণ পর বিদায় নেন তাইজুল ইসলাম। উমেশ যাদবের বাউন্সারে উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহাকে ক্যাচ দেন এই বাঁহাতি ব্যাটসম্যান। পরে ক্রিজে এসে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি তাসকিনও। তবে একপ্রান্ত আগলে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন অধিনায়ক মুশফিক। তুলে নেন ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরি। ১২৭ রান করে অশ্বিনের বলে ঋদ্ধিমান সাহার কাছে ধরা দেন মুশফিক। এরই সঙ্গে ৩৮৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
ভারত ৬ উইকেটে ৬৮৭ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে।
ওয়াই/